যুব এশিয়া কাপে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ

যুব এশিয়া কাপে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ
যুব বিশ্বকাপ জয়ের আগে এশিয়া কাপ জয়ের সূবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের। ভারতের কাছে ৫ রানে হেরে তীরে এসে তরী ডুবায় আকবর আলীরা। তবে মাস পাঁচেক পরই যুব বিশ্বকাপ জিতে আকবররা প্রথমবার বৈশ্বিক কোনো শিরোপা উপহার দেয় বাংলাদেশকে। ফাইনাল জিতেছিল সেই ভারতের বিপক্ষে।

গত আসরের চ্যাম্পিয়ন ভারত আজ যুব এশিয়া কাপের যাত্রা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে। এবার রানার্সআপদের ভালো শুরুর অপেক্ষা। শুক্রবার (২৪ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয়েছে নেপালের।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে অধিনায়ক রাকিবুল হাসান। ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‘শুক্রবার আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভালো ক্রিকেকটা সেখানে খেলতে চাই।’

যুব এশিয়া কাপে অংশ নিতে গত মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ যুব দল। একদিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার অনুশীলন করে যুবারা। নিজেদের প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট রাকিবুল। নিজের দল নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি,'দলটা খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজ আমাদের প্রথম অনুশীলন সেশন করেছি। আজ সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। একদিন কোয়ারেন্টাইনে থেকে আমরা এখানে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরো প্রস্তুত কালকের ম্যাচের জন্য।’

বাংলাদেশ পরের দুই ম্যাচ কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। ২৫ ও ২৮ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এদিকে যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে ভারত বাদে জয় পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ১৫৪ রানে। এছাড়া পাকিস্তান ৬ উইকেটে আফগানিস্তানকে এবং শ্রীলঙ্কা ২৭৪ রানের বিশাল জয় পায় কুয়েতের বিপক্ষে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়