ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিন বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি সাউথ জোনের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ১৫৯ রানে বুধবার চতুর্থ দিন শুরু করেন তিনি, বাকি ৪১ রান যোগ করে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম শতককে ডাবলে পরিণত করেন এই ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তৌহিদ। চলতি বিসিএলে এটি প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথের অমিত হাসান। তিনি ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফেরে। তৌহিদের ডাবল আর অমিতের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে সাউথ জোন।

নর্থ জোনের ৩৮৫ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমে সাউথ জোনের এখন পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৪৭৭ রান। ১৫ রান নিয়ে ফরহাদ রেজা ও ০ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯২ রানের। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়