বন্ডের মেয়াদ বাড়ানো যাবে তিন শর্তে

বন্ডের মেয়াদ বাড়ানো যাবে তিন শর্তে
শতভাগ রপ্তানিমুখী বন্ডেড প্রতিষ্ঠানের নির্দিষ্ট বন্ডিং মেয়াদের পরও তিন শর্তে কাঁচামাল ব্যবহারের সময় বাড়ানো যাবে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি একটি আদেশ জারি করেছে।

শর্তগুলো হচ্ছে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকতে হবে; ওই কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্যের রপ্তানির সক্ষমতা থাকতে হবে এবং হালনাগাদ নিরীক্ষা ও নবায়ন থাকতে হবে।

এছাড়া আদেশে বলা হয়, শর্তগুলো পালন হলে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বন্ডিং মেয়াদ বৃদ্ধির বিষয়টি কমিশনারের সুপারিশক্রমে এনবিআর কেস-টু-কেস ভিত্তিতে পণ্যের বন্ডিং মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে পারে।

এনবিআরের আদেশে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে শতভাগ রপ্তানিমুখী কতিপয় বন্ডেড প্রতিষ্ঠান নির্দিষ্ট বন্ডিং মেয়াদের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হচ্ছে না। সে জন্য বৈদেশিক মুদ্রা অর্জন ও রপ্তানি প্রসারের স্বার্থে শর্ত সাপেক্ষে বন্ডিং মেয়াদ বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ