বিজ্ঞান-প্রযুক্তিতে ফেলোশিপ পেলেন চবির ৩৮ শিক্ষক

বিজ্ঞান-প্রযুক্তিতে ফেলোশিপ পেলেন চবির ৩৮ শিক্ষক
চলতি বছরে ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

এতে ১৯টি গবেষণা প্রকল্পে দুইজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৮ জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

২০২১-২২ অর্থ-বছরের জন্য মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে এ বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন মনোনীতরা। মনোনীতদের মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে।

চবির মনোনীত ১৯টি গবেষণা প্রকল্প পরিচালকরা হলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, একই বিভাগের অধ্যাপক ড. লুলু ওয়াল মারজান, অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা, ড. নাজনীন নাহার ইসলাম, রফিকুল ইসলাম ও ড. আদনান মান্নান।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কবীর, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোশারেফ হোসেন ভূঁইয়া, একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিন, অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, অধ্যাপক ড. এস এম আবে কাউসার, অধ্যাপক ড. নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দীন।

পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম। মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দীন এবং ফরেস্ট্রি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া।

এই ১৯ গবেষণা প্রকল্পের পরিচালকদের সঙ্গে একজন করে সহকারী পরিচালক রয়েছেন।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ অনুদান প্রদান করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়