কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬
কানাডায় ছদ্মবেশী এক বন্দুকধারীর অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। শনিবার রাতে নোভা স্কোশিয়া প্রদেশে এ হামলা চালানো হয়।

এ সময় বন্দুকধারীর পরনে ছিল পুলিশের পোশাক। রবিবার এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

নিহতদের মধ্যে পুলিশের একজন নারী কর্মকর্তাও রয়েছেন। তবে ঠিক কী উদ্দেশে এ হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় পুলিশ জানিয়েছে, ৫১ বছরের ওই বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। সে নিহত হয়েছে। তবে সে কিভাবে নিহত হয়েছে তার বিস্তারিত জানায়নি পুলিশ।

রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় পোর্টাপিকে শহরে বন্দুধারীর তাণ্ডব শুরু হলে স্থানীয় পুলিশে খবর দেন। এক পর্যায়ে ঘটনাস্থল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে আরও কয়েকটি স্থানে হামলা চালায় ওই বন্দুকধারী। প্রায় ১২ ঘণ্টা ধরে চলতে থাকে তার তাণ্ডব।

পুলিশের ধারণা, হামলায় পুলিশের গাড়ি ব্যবহার করেছে ওই বন্দুকধারী। নৃশংস এ ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া