নতুন বাংলা দেশ গড়বো মোরা

নতুন বাংলা দেশ গড়বো মোরা
দেশ স্বাধীন পঞ্চাশ বছর হলেও দেশের অনেক আইন সেই বৃটিশ আমলের সময়কার যার ফলে এখনও বলা হচ্ছে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য জেলার স্থায়ী নাগরিক হতে হবে এবং সম্পত্তি থাকতে হবে।

বরিশালে এই বোনটি পুলিশের চাকরির পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পরেও সম্পত্তি না থাকায় চাকরি হওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। শুনেছি না করে দিয়েছে।

কী অদ্ভুত আইনী কান্ড! সংবিধান বলছে সকল নাগরিকের সমান অধিকার, আইন বলছে অন্যায় করেও দেশ ছেড়ে যেতে বাঁধা নেই বা সম্পত্তি না থাকলে কনস্টেবলের চাকরি হবে না! তাহলে আইন এবং সংবিধান পরিপন্থী এক নয়?

একজন নাগরিক কী সুযোগ-সুবিধা পাবে বা পাবে না সেটা তার সম্পত্তি বা সে গরীব তার উপর বিবেচনা করে নাগরিককে সুযোগ সুবিধা দিতে হবে? তাই যদি হয় দেশ স্বাধীন করার সময় তো একথা শুনি নাই ? কি হবে এসব আইন দিয়ে যদি জনগণ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়? এই ভাবে আর কত দিন চলবে? সম্পত্তি আছে কি নাই তার ওপর নির্ভর করতে পারে না মেয়েটির ভবিষ্যত। এই আইন আর এক দিনও চলতে পারে না দেশে!

ব্রিটিশ আইনেই যদি দেশ চলবে তাহলে কি দরকার আছে দেশের আইন মন্ত্রনালয়ের? এই অদ্ভুত ভয়ঙ্কর কুৎসিত বীভৎস বৈষম্যপূর্ণ আইন অবিলম্বে বাতিল করে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি!

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন থেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খেলাপির ফাঁদে ব্যাংক খাত: সমাধান কোন পথে
বাণিজ্যিক বিবেচনায়  ‘সৌরবিদ্যুৎ’ টেকসই এবং অনেক বেশি লাভজনক
কক্সবাজার: বাংলাদেশে অফুরন্ত পর্যটন সুযোগ উন্মোচন
বাংলাদেশে ঈদ উৎসব ও ব্যাংক ব্যবস্থাপনা
অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে বন্ধ করতে হবে মানিলন্ডারিং
ওএসডি কোন নীতিমালার মধ্যে পড়ে
নেট দুনিয়ার ব্যাংকিং
সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংক: আন্তরিক সেবার ৪০ বছর
সুইডেনের ইনফ্লেশন ১২ শতাংশ, গোল ২ শতাংশ
ব্যাংকের নাম: লিমিটেড থেকে পিএলসি