শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ

শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ
জানুয়ারির ২৭ তারিখ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর। এদিন করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও ২০২০ আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস। একইদিন অপর ম্যাচে লড়বে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটরস ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি।

জানা যায়, ছয়টি দল নিয়ে ৩২ দিন ধরে চলবে চার-ছক্কার এই ধুন্ধুমার আসর। ম্যাচ হবে মোট ৩৪টি।

আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করাচিতে হবে ১৫টি ম্যাচ। এরপর পিএসএল যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পিএসএল। সেখানে হবে আরও ১৫টি ম্যাচ, চারটি প্লে-অফ। ২৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার এমনভাবে পিএসএলের সূচি তৈরি করেছে যাতে সবগুলো দল করাচি ও লাহোরে সমান সংখ্যক ম্যাচ খেলতে পারে।

তার আগে ১২ ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে হবে পিএসএল-২০২২ এর ড্রাফট। ১০ ডিসেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে। এ বছর প্রত্যেকটি দল ৮ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়