৯ দেশের ওপর অস্ট্রেলিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

৯ দেশের ওপর অস্ট্রেলিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের নতুন ধরণ ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আফ্রিকা অঞ্চলের ৯ দেশের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। এছাড়া দেশটি তার সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করেছে।

যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইসওয়াতিনি, বোটসওয়ানা, লেসোথো, সেশেলস, মালাউই এবং মোজাম্বিক।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী গ্রেস হান্ট বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক নন এমন ব্যক্তি গত ১৫ দিনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ আরো কয়েকটি দেশে ভ্রমণ করে থাকলে তারা আর অস্ট্রেলিয়া ফিরতে পারবেন না।

নিষেধাজ্ঞা জারি করা এ কয়েকটি দেশে অস্ট্রেলিয়ার নাগরিকরা ভ্রমণ করে থাকলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

ক্যানবেরায় সাংবাদিকদের হান্ট আরো বলেন, এসব কঠোর সিদ্ধান্ত দ্রুত ও অবিলম্বে কার্যকর হবে।

গত ৯ নভেম্বর তীব্র সংক্রামক ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এটি ঠিক কি ধরণের হচ্ছে তা নিয়ে বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক ধরণ বলে চিহ্নিত করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া