ইথিওপিয়ার হামলায় সুদানের ৬ সেনা সদস্য নিহত

ইথিওপিয়ার হামলায় সুদানের ৬ সেনা সদস্য নিহত
ইথিওপিয়ার হামলায় পার্শ্ববর্তী দেশ সুদানের ৬ সেনা নিহত হয়েছেন। ইথিওপিয়া-সুদান সীমান্তবর্তী এলাকায় সুদানের একটি চেকপোস্টে শনিবার (২৭ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে। সুদানের সামরিক বাহিনীর কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থাটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইথিওপিয়ার সামরিক বাহিনীর একটি অংশ এবং মিলিশিয়া গ্রুপগুলো আল-ফাশাগা আল-শুগ্রা নামক এলাকায় সুদানি বাহিনীর ওপর হামলা করে। এতে কয়েকজন সেনা নিহত হন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের নিরাপত্তার বাহিনীও এই হামলার কঠোর জবাব দিয়েছে এবং হামলাকারীদের জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’

তবে ইথিওপিয়ার হামলায় সুদানের ঠিক কতজন সেনা নিহত হয়েছেন, তা সুদানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া