‘এলএফবি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ ফাইন্যান্স

‘এলএফবি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ ফাইন্যান্স

এলএফবি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২১ পেল বাংলাদেশ ফাইন্যান্স। শনিবার (২০ নভেম্বর) লিডারস ফোরাম বিডি (এলএফবি) দেশে প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করে।


জানা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়। বিভিন্ন খাতের মোট ২৩ জন কর্পোরেট নেতাকে এই পুরস্কার দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ বলেন, করোনার মধ্যে কঠিন সময়ে আমরা অনেকেই বিভ্রান্ত ছিলাম। বুঝতে পারছিলাম না কি করা উচিত। ঠিক এরকম সময় বিভিন্ন খাতের মোট ২৩ জন কর্পোরেট নেতাকে একই ফোরামে এনে তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে যারা নতুন নেতৃত্বে আসতে চায়, চাকরি বাজারে ঢুকতে চায় এবং যারা ছাত্র পর্যায়ে রয়েছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এলএফবি লিডারশিপ কাজ করে যাচ্ছে।


এছাড়াও তিনি বলেন, আমি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করছি প্রায় ১৬ বছর ধরে। আরও চারটি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে গত বছর দায়িত্ব নিয়েছি বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডে। এটি বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্স নামে পরিচিত। এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্ব পালন করছি আমি।


এদিকে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স। এরই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের নিয়েও কাজ করে যাচ্ছে আর্থিক খাতের এই কোম্পানিটি। বর্তমানে বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স। এই ঋণের সুদ হার ৪ শতাংশ।


এছাড়া বিদেশি বিনিয়োগ টানতেও নিরলসভাবে কাজ করছে তারা। সম্প্রতি ৫০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আনার ব্যাপারেও অনেক দূর এগিয়েছে প্রতিষ্ঠানটি।


অর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ২০১৯ সালে মোস্ট ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রোভাইডার অব বাংলাদেশ এবং সম্প্রতি ডাবল এ মাইনাস ক্রেডিট রেটিং অর্জন করে কোম্পানিটি। বাংলাদেশ ফাইন্যান্সে চালু রয়েছে ইসলামি শরিয়াভিত্তিক অর্থনৈতিক সেবা। সম্প্রতি দেশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসায়ও এ প্রতিষ্ঠানটি ভূমিকা রেখেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন