বিদেশিদের জন্য ওমরাহ পালনে নতুন বয়সসীমা নির্ধারণ

বিদেশিদের জন্য ওমরাহ পালনে নতুন বয়সসীমা নির্ধারণ
পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন।

গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কোভিডের দুই ডোজ টিকা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকা নেওয়ার সনদপত্রও থাকতে হবে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে।

যারা পারমিট ইস্যু করতে ইচ্ছুক তারা তাওয়াক্কালনা অ্যাপে গিয়ে হজ ও ওমরাহ সার্ভিসে ‘ইস্যু পারমিটস’ অপশনে ক্লিক করে পারমিটের ধরন ও তারিখ নির্বাচন করতে পারবেন।

পারমিটের ধরন নির্বাচন করার পর আবেদনকারী কোথায় অবস্থান করতে ইচ্ছুক এবং কোথা থেকে তিনি এসেছেন সেসব তথ্য অ্যাপে দিতে হবে।

অ্যাপের ‘ইস্যু দ্য পারমিট’ অপশনে ক্লিক করার পর পারমিট দেওয়া ও পর্যালোচনা করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থার্টিফার্স্ট নাইট নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরবি ভাষা কোর্স সম্পন্ন
আল্লাহর সঙ্গে যে কথা বলেছিলেন মূসা আ.
মিশরে বায়তুল মোকাররমের ইমামকে সম্মাননা প্রদান
জুমার দিন গোসল করার সঠিক সময় কোনটি?
জান্নাতিদের যে বিশেষ দানে সন্তুষ্ট করবেন আল্লাহ
নেক আমলের কারণে দুনিয়ায় যে উপকার পাবেন
রমজান শুরুর তারিখ ঘোষণা করলো আরব আমিরাত
একসঙ্গে অনেককে সালাম দিলে উত্তর দেবেন কে?
নবীজীর রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না