বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সৌজন্যে সাক্ষাৎ করতে এসেছেন। তার সঙ্গে জেনারেলি আলোচনা হয়েছে। আগামীতে আমরা এক সঙ্গে কাজ করব। জিএসপি ও জিএসপি প্লাসসহ বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজন হলে সামনে আরও আলোচনা করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন কী বাংলাদেশে বিনিয়োগ করতে চায়- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তারা বাংলাদেশ সম্পর্কে ভালো জানে।

আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছি। সেখানে আমাদের কতটুকু প্রস্তুতি আছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের যেমন চ্যালেঞ্জ আছে পাশাপাশি কিছু সমস্যাও আছে। যখন হবে তখন ডিউটি কাঠামোতে পরিবর্তন আসবে, রাজস্ব আয় বাড়বে। এজন্য প্রধানমন্ত্রী ১০০ বছরের প্ল্যান করে রেখেছেন। আমরা চেষ্টা করব, এই চ্যালেঞ্চগুলোর বাইরে গিয়ে পিটিএ, এফটিএ করতে।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘ দৌড়ের জন্য প্রস্তুত আছি। যেকোনো ধরনের সমস্যা মোকাবিলার জন্য আমরা প্রস্তুতিও নিয়েছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি