প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই বাণিজ্যমেলার তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই বাণিজ্যমেলার তারিখ ঘোষণা
আগারগাঁওয়ে নয় পূর্বাচলের নতুন ভেন্যুতেই হবে ২০২২ সালের বাণিজ্যমেলা। করোনা সংক্রমণ নিম্নগামী থাকলে আগামী জানুয়ারিতেই হতে পারে মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র গণমাধ্যমে এসব তথ্য জানায়।

তারা জানায়, ইতোমধ্যে প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়নের জন্য শতাধিক আবেদন জমা পড়েছে। যাচাই বাছাই শেষে দেওয়া হবে স্টল বরাদ্দ। অন্যদিকে মেলার জন্য পুরোপুরি প্রস্তুত পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।

করোনার কারণে ২০২১ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়নি। প্রথা অনুসারে ২০২২ সালের জানুয়ারি মাসে ফের মেলা শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ইপিবির সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমে বলেন, বাণিজ্যমেলা আর আগারগাঁওয়ে হবে না। এখন থেকে মেলা পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আগামী ১ জানুয়ারি সম্ভাব্য তারিখ ধরে আমরা কাজ করছি। আজও আমাদের মিটিং হবে। তবে ডিসাইড হবে প্রধানমন্ত্রী নির্দেশ যেদিন দেবেন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রদর্শনীকেন্দ্রটি ইপিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২১ অক্টোবর প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রদর্শনীকেন্দ্রটিতে ৮০০টি স্টল রয়েছে। বাইরে ছয় একর খোলা জায়গায়ও বসানো যাবে অস্থায়ী স্টল। এছাড়া রয়েছে ৪৭৩ আসনবিশিষ্ট একটি মাল্টি-ফাংশনাল হল, ৫০ আসনবিশিষ্ট একটি কনফারেন্স রুম, ছয়টি মিটিং রুম, ৫০০ আসনবিশিষ্ট ক্যাফেটেরিয়া, শিশুদের খেলার স্পেস, নামাজের কক্ষ, দুটি অফিস রুম, মেডিকেল রুম, ডরমিটরি-গেস্ট রুম, ১৩৯টি টয়লেট, বিল্ট ইন পাবলিক এড্রেস সিস্টেম, নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, স্টোর রুম, সিসিটিভি কন্ট্রোল রুম, অটোমেটেড সেন্ট্রাল এসি সিস্টেম, ইনবিল্ট ইন্টারনেটসহ আধুনিক সুযোগ-সুবিধা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি