টেকেনি স্বস্তি, সূচকের বড় পতনে কমলো লেনদেন

টেকেনি স্বস্তি, সূচকের বড় পতনে কমলো লেনদেন
টানা তিনদিনের উত্থানে গত সপ্তাহে শেয়ারবাজারে স্বস্তি ফিরলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আবারও হতাশা ঘিরে ধরেছে বিনিয়োগকারীদের। রোববার (১৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় কমেছে লেনদেনও।

লেনদেন শুরু সূচকের উত্থানে হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি প্রধান সূচক। লেনদেন শেষে ‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের পতনের দিন অপর দুই সূচকেরও ছিল একই দশা। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ রোববার ১২ পয়েন্ট হারিয়েছে। আর বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ কমেছে ২৪ পয়েন্ট।



সূচকের বড় পতনে বেশি অবদান ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। বহুজাতিক এই কোম্পানিটির কারণে আজ সূচক কমেছে সাড়ে ৮ পয়েন্ট।

বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মার কারণে কমেছে ১১ দশমিক ৪৫ পয়েন্ট।

রবি, লাফার্জ হোলসিম, তিতাস গ্যাস, ইনভেস্টর করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ওয়ালটন হাই-টেক, ইউনাইটেড পাওয়ার ও ওরিয়ন ফার্মার কারণে সূচক কমেছে আরও ২৫ দশমিক ১৫ পয়েন্ট।

এই ১০ কোম্পানির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ সূচক হারিয়েছে ৪৫ দশমিক ১১ পয়েন্ট।

বড় পতনের দিন ব্র‌্যাক ব্যাংকের অবদানে সূচক বেড়েছে ৫ দশমিক ৮৭ পয়েন্ট।

গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, শাইনপুকুর সিরামিকস, জেনেক্স ইনফোসিস, বিকন ফার্মা, একমি ল্যাবরেটরিজ, এসিআই, ফরচুন সুজ ও ডাচ-বাংলা ব্যাংক সূচকে ১১ দশমিক ০২ পয়েন্ট যোগ করেছে।

এই ১০ কোম্পানি ১৬ দশমিক ৮৯ পয়েন্ট যোগ করে সূচকের আরও বড় পতন ঠেকিয়েছে।

সূচকের পতনের দিন বিনিয়োগকারীদের আরও হতাশ করেছে লেনদেন। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৪০০ কোটি টাকা।

আজ ডিএসইতে ১হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকার।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৩টি কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এসব কোম্পানির মধ্যে মাত্র ৬৮টির শেয়ারদর বেড়েছে। কমেছে ২৭৩টির। বাকি ৩২ কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।

[caption id="attachment_90197" align="aligncenter" width="1616"] রোববার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষ পাঁচ কোম্পানি[/caption]

বেশিরভাগ কোম্পানির দরপতনের দিন সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম সিমেন্টের। আজ কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে। আর্গন ডেনিমসের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৮২ শতাংশ। ফেকডিলের কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ।

এছাড়াও, এমবি ফার্মার ৮ দশমিক ৩০ শতাংশ, সাফকো স্পিনিংয়েরর ৮ দশমিক ১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৭ দশমিক ৫৯ শতাংশ, মীর আখতারের ৬ দশমিক ৬৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৬ দশমিক ৬২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬ দশমিক ৪৭ শতাংশ ও তিতাস গ্যাসের শেয়ারদর আজ ৬ দশমিক ২৬ শতাংশ কমেছে।

দুই শতাধিক কোম্পানির দরপতনের দিন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারদর যতটুকু বাড়া যায় ততটুকুই বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বাড়ায় ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে।

এছাড়াও জেমিনি সি ফুডের ৮ দশমিক ৭১ শতাংশ, গোল্ডেন সনের ৭ দশমিক ০৩ শতাংশ, এপেক্স ফুডসের ৬ দশমিক ২১ শতাংশ, লাভেলোর ৫ দশমিক ৬৯ শতাংশ, ব্র‌্যাক ব্যাংকের ৫ দশমিক ৫৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫ দশমিক ৩৬ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ২৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫ দশমিক ১৮ শতাংশ ও ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারদর এদিন ৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।

প্রধান শেয়ারবাজারের মত অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক আগের দিনের তুলনায় ২১৮ পয়েন্ট কমে ২০ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে ৩১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত