ঢাকার ১০৪ এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত

ঢাকার ১০৪ এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত
ঢাকার ১০৪ জায়গায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৬০৮। আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই হালনাগাদ তথ্য দিয়েছে।

ঢাকায় এ মুহূর্তে শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ওয়ারিতে। আজ পর্যন্ত সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ২৭। এরপরই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যাত্রাবাড়ীতে, ২৩ জন। তা ছাড়া মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা আজ ২২, লালবাগে ২১, টোলারবাগে ১৯, ধানমন্ডিতে ১৮, বাসাবো ১৭, তেজগাঁওয়ে ১৬ জন, মহাখালীতে ১২, মিরপুর ১১-তে ১১ ও মিরপুর ১২-তে ১০ জন রোগী শনাক্ত হয়েছে।

ঢাকায় রোগী শনাক্ত হওয়া এলাকাগুলো হলো: আদাবর, আগারগাঁও, আরমানিটোলা, আশকোনা, আজিমপুর, বাবুবাজার, বাড্ডা, বেইলি রোড, বনানী, বংশাল, বানিয়ানগর, বাসাবো, বসুন্ধরা, বেগুনবাড়ি, বেগমবাজার, বেড়িবাঁধ, বকশিবাজার, বসিলা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, চানখাঁরপুল, চকবাজার, ঢাকেশ্বরী, ধানমন্ডি, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, ফরিদবাগ, ফার্মগেট, গেন্ডারিয়া, গোপীবাগ, গ্রিন রোড, গুলিস্তান, গুলশান, হাতিরঝিল, হাতিরপুল, হাজারিবাগ, ইসলামপুর, জেলগেট, যাত্রাবাড়ী, জিগাতলা, জুরাইন, কল্যাণপুর , কামরাঙ্গীরচর, কাজীপাড়া, কারওয়ান বাজার, কচুক্ষেত, খিলগাঁও, কদমতলী, কোতোয়ালি, কুড়িল, লালবাগ, লক্ষ্মীবাজার, মালিবাগ, মানিকদী, মাতুয়াইল মীর হাজিরবাগ, মিরপুর-১, মিরপুর-৬, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, মিটফোর্ড, মগবাজার, মহাখালী, মোহাম্মদপুর, মতিঝিল, মুগদা, নওয়াবপুর, নারিন্দা, নাখালপাড়া, নিকুঞ্জ, পীরেরবাগ, পুরানা পল্টন, রাজারবাগ, রামপুরা, রমনা, রায়েরবাগ, রায়েরবাজার, সবুজবাগ, সায়েদাবাদ, সায়েন্স ল্যাব, শাহ আলীবাগ, শাহবাগ, শাঁখারী বাজার, শান্তিবাগ, শ্যামপুর, শান্তিনগর, শ্যামলী, শেওড়াপাড়া, শেখেরটেক, সোয়ারীঘাট, সিদ্ধেশ্বরী, শনির আখড়া, সূত্রাপুর তেজগাঁও, তেজতুরী বাজার, টোলারবাগ, উর্দুরোড, উত্তরা, ভাটারা ও ওয়ারি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়