প্রথমবারের মতো ৮ দশমিক ২ শতাংশ সংকুচিত চীনের অর্থনীতি

প্রথমবারের মতো ৮ দশমিক ২ শতাংশ সংকুচিত চীনের অর্থনীতি
প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি সংকুচিত হয়ে পড়েছে। করোনাভাইরাস সংকটে পুরো দেশ স্থবির হয়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এএফপির জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বছরের প্রথম তিন মাস কারখানা বন্ধ থাকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এমন নাজুক অবস্থায় পড়েছে।

১৪টি প্রতিষ্ঠানের বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় চীনের অর্থনীতি ৮ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগে ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এমন সংকোচন দেখা গিয়েছিল।

বিশ্লেষকরা আরো পূর্বাভাস দিয়েছেন, দেশটির পুরো বছরের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশে নেমে আসবে, যা গত বছরের ৬ দশমিক ১ থেকে নাটকীয় হ্রাস।

পূর্বাভাসটি সঠিক হলে এটা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুং মারা যাওয়ার বছর ১৯৭৬ সালের পর সবচেয়ে খারাপ বার্ষিক প্রবৃদ্ধির প্রতিনিধিত্ব করবে। গত মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশটিতে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির আরো মারাত্মক প্রাক্কলন দিয়েছে। আইএমএফ জানিয়েছে, নবেল করোনাভাইরাস মহামারী এ বছর বৈশ্বিক উৎপাদন ৩ শতাংশ কমিয়ে দেবে।

মুডি’স অ্যানালিটিকসের অর্থনীতিবিদ জু শিয়াওচুন বলেছেন, চীনের মন্দা যে কারো প্রত্যাশার চেয়ে বেশি হতাশাজনক। চীনের জনবল প্রত্যাশার চেয়ে ধীরগতিতে কাজে ফিরে এসেছিল, যা উল্লেখযোগ্য সংকোচনের দিকে ইঙ্গিত করে।

কাজে ফিরে আসতে ধীরগতি দেশটির বেকারত্বের হারেও প্রভাব ফেলেছে। এরই মধ্যে দেশটিতে গত ডিসেম্বরের তুলনায় বেকারত্বের হার বেড়েছে। যদিও চীনের ভাইরাস পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

তবে বহুজাতিক বিনিয়োগ সংস্থা জেপি মরগানের চীনের প্রধান অর্থনীতিবিদ ঝু হাইবিন বলেন, বর্তমানে ভাইরাসটির বহিরাগত ঝুঁকি সম্ভবত চীনের রফতানির সঙ্গে সম্পর্কিত উৎপাদনশীলতায় প্রভাব ফেলবে। এতে প্রত্যাশিত দ্বিতীয় প্রান্তিকের অর্থনীতির পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া