নগদ লভ্যাংশে সর্বোচ্চ বেড়েছে সাফকো-জেমিনির শেয়ারদর

নগদ লভ্যাংশে সর্বোচ্চ বেড়েছে সাফকো-জেমিনির শেয়ারদর
নগদ লভ্যাংশ ঘোষণার পরের কর্মদিবসে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং ও জেমিনি সি ফুডের শেয়ারদর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। রোববার (৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজারে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর দেয়া তথ্য মতে, সাফকো স্পিনিংয়ের শেয়ারদর একদিনে ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। ২০০০ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও এবারই প্রথম বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

লভ্যাংশ ঘোষণার পরের কার্যদিবসেই লাফিয়ে বেড়েছে সাফকোর শেয়ারদর। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২২ টাকা ৬০ পয়সায়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে এর ক্লোজিং শেয়ারদর দাঁড়ায় ২৭ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর আজ ২০ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির কারণে সাফকো স্পিনিং রোববার (৩১ অক্টোবর) ডিএসইর টপটেন গেইনার তালিকায় প্রথম স্থানে রয়েছে।

আজ ডিএসইতে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডও বৃহস্পতিবার বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২২ টাকা ৫০ পয়সা বা ১২ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা আমান ফিডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আজ সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পর্ষদ সভা হওয়ার কথা রয়েছে।

আজ গেইনার তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিক্স, সোনারগাঁও টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, দেশ গার্মেন্টস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কুইন সাউথ টেক্সটাইল ও কোহিনুর কেমিক্যাল লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা