অনলাইনে পড়ালেখার ফি বিদেশে পাঠানো যাবে আরও ৬ মাস

অনলাইনে পড়ালেখার ফি বিদেশে পাঠানো যাবে আরও ৬ মাস
অনলাইনে বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে আরও ৬ মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আগামী বছরের মার্চ পর্যন্ত দেশে অবস্থিত ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পড়ালেখার জন্য টিউশন ফি পাঠাতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ অক্টোবর) বাংলা‌দেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখাগুলোতে পাঠানো হয়ে‌ছে।

সার্কুলারে বলা হয়, চলমান কোভিড-১৯ পরিস্থিতে এখনো অনেক দেশের সরকার বিদেশ ভ্রমণ বন্ধ রাখায় বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেই অনলাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য আরও দুই সেমিস্টার বা সেশনের ফি বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে এডি ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশি মুদ্রায় অনলাইনে বিদেশে পড়ালেখার ফি পরিশোধের সময় ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

জানা গেছে, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া অনেক ছাত্র কোভিডের কারণে ওই দেশে যেতে পারছেন না; অনলাইন পদ্ধতিতে অধ্যয়ন করছে। এই পরিস্থিতিতে আরও দুটি সেমিস্টার বা সেশনের ব্যয় নির্বাহের সুবিধা প্রদান পাঠ-কার্যক্রমকে অব্যাহত রাখতে সাহায্য করবে বলে মনে করছেন অভিভাবকরা।

করোনা মহামারি দেখা দেওয়ার পর গত বছরের আগস্ট মাসে দুটি সেমিস্টার বা সেশনের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ ছিল। এরপর আরও দুটি সেমিস্টার বা সেশনের জন্য প্রয়োজনীয় ফি বাবদ অর্থ গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা