চীনে ছুরি কাঘাতে নিহত ৭

চীনে ছুরি কাঘাতে নিহত ৭
চীনে ছুরি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) হুবেই প্রদেশের উহানে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে চায়না ডেইলি এই তথ্য জানিয়েছে। একটি ছোট শিশুও হামলায় আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩৯ বছর বয়সী সন্দেহভাজন উপনাম গাও পাঁচ জনকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তাদের হত্যা করা হয় এবং জিয়াওসি শহরে অন্য একজনকে আহত করে।জিয়াওসি শহরের কমিউনিস্ট পার্টির প্রধান, তার স্ত্রী, পুত্রবধূ এবং দুই নাতি-নাতনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পালিয়ে যাওয়ার জন্য গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় একজন পথচারী ও একজন ক্যাব চালককে মারাত্মকভাবে জখম করেন হামলাকারী। পরে একটি সেতু থেকে ইয়াংসি নদীতে লাফিয়ে পড়েন তিনি। তবে নদীতে লাফিয়ে পড়া হামলাকারী বেঁচে আছেন কি-না তা জানাতে পারেনি পুলিশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া