অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত স্টোকস

অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত স্টোকস
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছেন বেন স্টোকস। ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে ফিরেছে এই অলরাউন্ডার। মানসিক স্বাস্থ্যের কথা গেল জুলাই মাসে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন ডারহাম ক্রিকেটার। স্টোকসের ফিরে আসাটা ইংলিশদের জন্য অ্যাশেজ জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছে।

সেই ২৬ জুলাই খেলেছিলেন সবশেষ ম্যাচটা। দ্য হানড্রেডে নর্দাম্পটন সুপারচার্জার্সের হয়ে চোট নিয়েও মাঠে নেমেছিলেন তিনি। এরপরই দেন ঘোষণাটা। যে কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটা খেলা হয়নি তার। খেলা হচ্ছে না চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

তবে অ্যাশেজকে নজরে রেখে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন স্টোকস। নিজেকে ম্যাচফিট করে তুলতে করছেন হালকা অনুশীলন। আসছে ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে যখন দেশ ছাড়বে ইংল্যান্ড দল, সে দলে থাকবেন তিনিও।

তিনি বলেছেন, 'মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার জন্য এ বিরতি নিয়েছিলাম, আর এ সময় আমার আঙুলটাও ঠিক হয়ে গেছে। আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে, আর তাদের সঙ্গে মাঠে নামতে তর সইছে না। অস্ট্রেলিয়ার জন্য আমি তৈরি।'

ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি জাইলস বলেছেন, ‘তার আঙুলে একটি সফল অস্ত্রোপচার, আর শেষ এক সপ্তাহে বেন, আমি, আমাদের মেডিক্যাল দল আর আমাদের ব্যবস্থাপক দলের মাঝে অনেকগুলো আলোচনার পর বেন আমাকে জানিয়েছে, সে ক্রিকেটে ফিরতে প্রস্তুত। অ্যাশেজে খেলতে, আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সে মুখিয়ে আছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে