নির্দিষ্ট কারণ ছাড়াই সূচকের পতন অব্যাহত

নির্দিষ্ট কারণ ছাড়াই সূচকের পতন অব্যাহত
বেশ কয়েকদিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সুনির্দিষ্ট কারণ ছাড়াই সূচকের পতন ঘটছে। বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এমন অবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা পড়েছেন অস্বস্তিতে। এর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শতাধিক পয়েন্ট হারিয়েছে ডিএসইর প্রধান সূচক নেমেছে ৭ হাজারের নিচে। তিন শতাধিক কোম্পানির দরপতনের দিন বিনিয়োগকারীদের মধ্যে বেড়েছে হতাশা।

ডিএসই’র দেয়া তথ্যমতে, সোমবার (২৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনেও ভাটা পড়েছে। আগের দিনের তুলনায় ডিএসইতে আজ টাকার অংকে লেনদেনও কমেছে

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত ১০ কর্মদিবসে হারিয়েছে ৪৮৪ পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে আজ। সোমবার ডিএসইর প্রধান সূচকটি ১২০ পয়েন্ট হারিয়ে নেমেছে সাত হাজারের নিচে। সূচকটি বর্তমানে অবস্থান করছে ৬ হাজার ৮৮৫ পয়েন্টে।

এছাড়াও ডিএসইর শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ এবং ‘ডিএসই ৩০’ যথাক্রমে ২২ ও ৫৩ পয়েন্ট করে হারিয়েছে আজ।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল (রোববার) লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭১ কোটি টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এসব কোম্পানির মধ্যে ৩০৭টি কোম্পানিরই শেয়ারদরে পতন হয়েছে। দর বেড়েছে ৪৭টি কোম্পানির শেয়ারে। বাকি ২২টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ডিএসইর মতো সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইর সার্বিক সূচক ৪২৬ পয়েন্ট কমে  ২০ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত