মেসির জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়

মেসির জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়
দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

দলের আরেক বড় তারকা নেইমারকে ছাড়া ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে জার্মান ক্লাবটির মুখোমুখি হয় ফরাসি জায়ান্টরা। ছিলেন না উইঙ্গার আনহেল দি মারিয়াও। তবে দুই বড় তারকাকে ছাড়াই শুরুতেই এগিয়ে যায় পিএসজি।

কাউন্টার অ্যাটাকে হুলিয়ান ড্রাক্সলারের পাসে ৯ম মিনিটে দারুণ এক শটে লাইপজিগের জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ২৮তম মিনিটে আঙ্গেলিনোর ক্রসে লাইপজিগকে সমতায় ফেরান আন্দ্রে সিলভা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও স্বাগতিকদের মুখ থেকে হাসি কেড়ে নেয় জার্মান ক্লাবটি। এবারও আঙ্গেলিনোর দুর্দান্ত ক্রসে ৫৭তম মিনিটে লাইপজিগকে এগিয়ে দেন নর্ডি মুকিয়েলে।

এরপর সমতায় ফিরতে জোর প্রচেষ্টা চালায় পচেত্তিনোর দল। ৬৭তম মিনিটে এমবাপ্পের পাসে ডি-বক্সের ভেতর থেকে শট নেন মেসি। তবে সেই বল গোলরক্ষকের হাতে লগার পর ফিরে আসে গোলপোস্টে লেগে। খালি জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকাই।

৭৪তম মিনিটের মেসিরই পানেনকা পেনাল্টি থেকে জয়সূচক গোল পায় পিএসজি। অতিরিক্ত সময়েও পেনাল্টি পেয়েছিল ফরাসি জায়ান্টরা। কিন্তু এবার হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও মেসি বল তুলে দেন এমবাপ্পের হাতে। ফরাসি ফরোয়ার্ড সুযোগ কাজে লাগাতে পারেননি। এমবাপ্পের স্পট-কিক চলে যায় বারের ওপর দিয়ে।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে চারে থাকা লাইপজিগের পয়েন্ট শূন্য।

এই গ্রুপের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজকে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিজেনরা। ৪ পয়েন্ট নিয়ে পরের স্থানে ক্লাব ব্রুজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে