রাশিয়ায় করোনা পরিস্থিতির অবনতি, ঠাঁই নেই হাসপাতালে

রাশিয়ায় করোনা পরিস্থিতির অবনতি, ঠাঁই নেই হাসপাতালে
গোটা দুনিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এরই মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে রাশিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে মস্কোর হাসপাতালগুলোকে।

হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রোগীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এমন চিত্র মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ দুই জায়গায়ই। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এ বিষয়ে রুশ করোনা সংকট প্রতিক্রিয়া কেন্দ্র বলছে, রোগীদের দ্রুত সেবা দিতে সব ব্যবস্থা করছে হাসপাতাল। মস্কোর মেয়র সের্গেই সোবায়নিন বলছেন মস্কোর পরিস্থিতি এখনো চূড়ান্ত অবস্থায় যায়নি। আগামী সপ্তাহে থেকে লকডাউন ব্যবস্থা আরো জোরদার করতে ডিজিটাল ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৪ জন মানুষ। শনিবারেও নতুন করে ১২ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। প্রথমদিকে রাশিয়ার পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো থাকলেও মার্চের শেষ সপ্তাহ থেকে দিন দিন বাড়তে শুরু করেছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়