বিদায় জানানোর সুযোগ দিতে চান ধোনি

বিদায় জানানোর সুযোগ দিতে চান ধোনি
গত বছর আগস্টে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে সংক্ষেপে একটা বার্তা, ব্যস! অবসর ঘোষণা হয়ে গিয়েছিল তাতেই। ভারতের হয়ে সব বৈশ্বিক টুর্নামেন্ট জেতা এই কিংবদন্তিকে ভারতীয়রা চেয়েছিল মর্যাদার সঙ্গে ও শ্রদ্ধা জানিয়ে বিদায় দিতে। কিন্তু সেটি হয়নি।

ধোনিকে মর্যাদার সঙ্গে বিদায় জানাতে না পারা নিয়ে যদি আক্ষেপ থেকে থাকে, তাহলে সেটি মিটবে আশা করা যায়। কারণ, ধোনি নিজেই বলেছেন, তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর একটা সুযোগ হলেও হতে পারে। তিনি আইপিএল থেকে অবসর নেবেন। তবে সেটি এবার নয়। আগামী বছর ভারতে আইপিএল হলে, চেন্নাই সুপার কিংসের ‘হোম’ চেন্নাই থেকেই অবসর নেবেন তিনি। তিনি বলেন, ‘আমাকে বিদায় জানানোর প্রসঙ্গে এটাই বলতে পারি, সে সুযোগ আছে। আমি এখনো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। চাইলে এখনই বিদায় জানানো যেতে পারে। আশা করি আমরা চেন্নাইতে খেলব। আমার শেষ ম্যাচ সেখানেই হতে পারে। দর্শকদের সঙ্গেও দেখা হতে পারে।’

এ মৌসুমে আইপিএল ভারতে শুরু হয়েছিল গত এপ্রিলে। কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে সেটি স্থগিত হয়ে যায় ভারতে করোনার ভয়াবহতায়। সেপ্টেম্বরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল শুরু হলেও এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এবার আইপিএলে ধোনির ফর্মও খুব ভালো যাচ্ছে না। ১৩ ম্যাচে ৯ ইনিংস খেলে তাঁর রান মাত্র ৮৪। গড় ১৪। সর্বোচ্চ রান ১৮, স্ট্রাইকরেট ৯৭.৬৭। ধোনির সঙ্গে এই পরিসংখ্যান খুব একটা মানানসই নয়। সেটি ভারতের সাবেক অধিনায়ক নিজেও জানেন, আর জানেন বলেই কি আরও একটা সুযোগ নেওয়ার কথা জানিয়ে রাখলেন! ধোনির কথা চেন্নাই সুপার কিংস রাখবে কি না, বড় প্রশ্ন হতে পারে সেটিই।

গত বছর ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন ধোনি। তারিখটা ভারতের স্বাধীনতার দিবস। এ তারিখে বিদায় নেওয়াটা যে নেহাতই কাকতালীয় নয়, ধোনি জানিয়েছেন সেটিও, ‘১৫ আগস্টের চেয়ে ভালো দিন আর কি হতে পারে?’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়