ঋণ পরিশোধে আবারও সময় পেলেন খেলাপিরা

ঋণ পরিশোধে আবারও সময় পেলেন খেলাপিরা
বিশেষ নীতিমালার আওতায় আবারও ঋণ পরিশোধে বাড়তি সময় পেলেন ঋণখেলাপিরা। ২০১৯ সালে যেসব ঋণখেলাপি ব্যবসায়ী এককালীন টাকা জমা দেওয়ার আশ্বাসে ঋণ নিয়মিত করেছিলেন, ঋণ পরিশোধে তাঁদের নতুন করে আবারও সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা আগামী ডিসেম্বরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ পাবেন। এ সময় নতুন করে খেলাপি করা যাবে না তাঁদের।

এর আগে এক নির্দেশনায় ২০২০ সালে পরিশোধ না করা ঋণের কিস্তি গত জুনের মধ্যে পরিশোধ করলে তাঁদের খেলাপি না করার সুবিধা দেওয়া হয়েছিল।

সোমবার (৪ অক্টোবর) এ নিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বিদ্যমান সুবিধার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির নেতিবাচক প্রভাব বিবেচনা করে ঋণ পরিশোধ সহজ করার জন্য এককালীন এক্সিট সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো। চলতি বছরের ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে কেউ ঋণ পরিশোধ করলে তাঁর এককালীন এক্সিট সুবিধা বহাল থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা