ঘরে বসেই দেখুন জাতীয় জাদুঘরের গ্যালারি

ঘরে বসেই দেখুন জাতীয় জাদুঘরের গ্যালারি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আর ঘরে থাকার এই অলস সময়ে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের সুযোগ করে দেয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জনসমাগম পরিহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে অবস্থান এ ভাইরাসের বিস্তার রোধে বিশ্বব্যাপী অন্যতম কার্যকর পন্থা হিসেবে স্বীকৃত।

তাই সরকার করোনার বিস্তার রোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সার্বক্ষণিক ঘরে অবস্থানের জন্য সাধারণ ছুটি দীর্ঘায়িতকরণ, আক্রান্ত বিভিন্ন এলাকা লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও নির্দেশনা ইত্যাদি।

ঘরে অবস্থানকালে জনসাধারণের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য জাতীয় জাদুঘরের পক্ষ হতে ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের পরামর্শ দেয়া হয়েছে, যার ওয়েব ঠিকানা হচ্ছে vt.bnm.org.bd। এর মাধ্যমে নতুন প্রজন্মসহ সাধারণ জনগণ বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন