রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাবির ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়।

আগামী ৫ ও ৬ অক্টোবর যথাক্রমে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিফট-১, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শিফট-২ এবং বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত শিফট-৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে সর্বমোট ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা আছে। এর ১৬১৬ জন ছাড়া সবাই বিজ্ঞানের শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে। আর পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে। এক ঘণ্টার এই পরীক্ষার পাশ নম্বর ৪০।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়