২০ লক্ষাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ

২০ লক্ষাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ
এক মাসে ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুসারে প্রতি মাসে সরকারকে রিপোর্ট জমা দিতে হয় সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মগুলোকে। তেমনই হোয়াটসঅ্যাপের আগস্ট মাসের কমপ্লায়েন্স রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। জানা গেছে, কেবল আগস্ট মাসেই ৪২০টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে।

সাধারণত বাল্ক মেসেজ আদানপ্রদানের কারণে মোট ২০ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া মোট ৪২০টি অভিযোগের মধ্যে ২২২টি অ্যাকাউন্ট নিষিদ্ধকরণের আবেদন বলে জানা গেছে। বাকিগুলোর ১০৫টি অ্যাকাউন্ট সাপোর্ট, ৩৪টি অন্যান্য সাপোর্ট, ৪২টি প্রোডাক্ট সাপোর্ট ও ১৭টি নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪১টি অ্যাকাউন্টের সমস্যা সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর বাকিগুলো নিষিদ্ধ করেছে।

এর আগে ৪৬ দিনে ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে ৯৫ শতাংশ অ্যাকাউন্টই নিষিদ্ধ করা হয় কেবল অটোমেটেড ও বাল্ক মেসেজিংয়ের কারণে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়