আবারও পিসিবিতে যুক্ত হচ্ছেন ইউনিস খান

আবারও পিসিবিতে যুক্ত হচ্ছেন ইউনিস খান
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ ইউনিস খান আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যুক্ত হতে যাচ্ছেন। একাধিক সূত্রে এই খবর জানায় স্থানীয় গণমাধ্যম।

রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পিসিবিতে বেশ কয়েকটি নিয়োগ হয়েছে নতুন করে। কয়েকটি সূত্র এবার জানাল, নতুন সেট আপে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার টেস্ট রান করা ইউনিস।

স্থানীয় গণমাধ্যম কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, রমিজ নির্বাচিত হওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বেশ কিছু নতুন পদ তৈরির পরিকল্পনা করছেন। এর মধ্যে ডিরেক্টর ক্রিকেটও রয়েছে। ওই পদগুলোর কোনো একটি ইউনিসকে দেওয়া হতে পারে।

এর আগে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলে রমিজকে ‘কম কথা বলতে’ উপদেশ দেন ইউনিস। তিনি বলেছিলেন, ‘পাকিস্তান ক্রিকেট এখন কোনো অবস্থানে দাঁড়িয়ে নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং দক্ষ লোকদের আনতে হবে, যারা ক্রিকেট সম্পর্কে জানে এবং সিদ্ধান্ত নিতে পারে।’

দিন কয়েক আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ও বোর্ড প্রধান রমিজের মধ্যে। পাকিস্তানি ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে পিসিবি চেয়ারম্যানকে মনোযোগ দিতে পরামর্শ দেন আকিব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়