পদ্মার ১৬ কেজির কাতলা ২৪ হাজারে বিক্রি

পদ্মার ১৬ কেজির কাতলা ২৪ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি ২৪ হাজার টাকায় ময়মনসিংহের এক ব্যবসায়ী কিনে নিয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে সাগর হালদার মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মৎস্য আড়তের সামনে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৩ হাজার ২০০ টাকায় কিনে নেন।

এরপর সম্রাট শাহজাহান শেখ মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ময়মনসিংহের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

সম্রাট মোস্তফা শেখ বলেন, পদ্মায় পানি কমতে শুরু করাই এখন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার কাতলা মাছের অনেক চাহিদা। তাই সাগর হালদারের কাছ থেকে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি কিনি। কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা