করোনায় ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে, মৃত্যুতে ইতালিকেও হার মানাচ্ছে

করোনায় ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে, মৃত্যুতে ইতালিকেও হার মানাচ্ছে
গত কয়েক সপ্তাহে করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে, যা সারাবিশ্বের মধ্যেই সর্বোচ্চ। এছাড়া মৃতের সংখ্যাতেও শিগগিরই শীর্ষে ওঠার পথে রয়েছে তারা।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, ১৮ হাজার ৮৪৯ জন। তাদের চেয়ে সামান্য পিছিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যেই প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে।

ইতালিতে এরইমধ্যে কমতে শুরু করেছে মহামারির প্রকোপ। শুক্রবার দেশটিতে মারা গেছেন ৫৭০ জন, যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কম। ঠিক বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রের। শুক্রবারও দেশটিতে প্রাণ গেছে প্রায় দুই হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্ক সিটিতে, ৫ হাজার ৮২০ জন। এরপর নাসাউতে ৭২৩, ওয়েনে ৬০৯, সাফোল্কে ৪১৪, কুক শহরে ৩৯৯, বারজেনে ৩৯০ ও ওয়েস্টচেস্টারে ৩৮৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া