বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান

বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীসহ বিদেশি বিনিয়োগকারীদের আদর্শ বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিতে আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স’ আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ১২তম বাৎসরিক ব্যবসায়িক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, ‘গত এক দশকে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাণবন্ত তরুণদের বিশাল কর্মীগোষ্ঠী, কৌশলগত অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা, ক্রমবর্ধমান অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আদর্শ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নন-কটন টেক্সটাইল, খুচরা যন্ত্রাংশ, টেক্সটাইল যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, আইসিটি, চামড়া, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও মেগা অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে।’

এছাড়াও তিনি বলেন, ‘একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল রাজস্ব ও অ-রাজস্ব নীতিসহ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তাই আমি মার্কিন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আদর্শক্ষেত্র হিসেবে বাংলাদেশকে বেছে নিতে আহ্বান জানাচ্ছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি