২০ কেজির কাতল ৩৬ হাজারে বিক্রি

২০ কেজির কাতল ৩৬ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে নারায়ণ হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেশন এলাকার মজলিসপুরে মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১৭৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৩৫০ টাকায় কিনে নেয়। পড়ে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে ময়মনসিংহের এক ব্যবসায়ীর কাছে ১৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৩৫০ টাকায় বিশালাকৃতির কাতলা মাছটি বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, প্রতিকেজি ৫০ টাকা লাভে মাছটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা