অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা থেকে পলায়ন

অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা থেকে পলায়ন
ঢাকার ভবনের ফ্লাটে একজনের করোনা ধরা পড়ার পর ভয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে নিজের পরিবার নিয়ে নোয়াখালীর নিজ গ্রামে পালিয়ে আসেন ব্যবসায়ী ব্যবসায়ী মোশাররফ হোসেন কাঞ্চন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাতে তার ফেরার খবর স্থানীয়রা পুলিশকে জানান। এরপর ওই বাড়িসহ পুরো লকডাউন করে দেওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নূরনবী চেয়ারম্যানের বাড়িসহ ওই এলাকা লকডাউন করে।

পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীব হাসান জানান, ঢাকার মগবাজারে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন ব্যবসায়ী মোশাররফ হোসেন কাঞ্চন। ওই ভবনের একটি ফ্লাটে বুধবার বিকালে একজন করোনা রোগী ধরা পড়েন। খবর পেয়ে রাতেই একটি আ্যম্বুলেন্স ভাড়া করে নিজে অসুস্থ রোগী সেজে পুরো পরিবারকে নিয়ে ঢাকা ছাড়েন মোশাররফ। বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে আসেন তিনি। সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে সুধারাম মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। বিকালে পুলিশ ওই বাড়িতে গিয়ে বাড়িসহ এলাকাটি লকডাউন করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির উদ্দিন বলেন, 'ঢাকা থেকে গোপনে পরিবার নিয়ে পালিয়ে আসায় পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরের নূরনবী চেয়ারম্যানের বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছ। যাতে কেউ ওই বাড়িতে যেতে না পারে এবং বাড়ি থেকে বের না হয় তা নিশ্চিত করতে সেখানে লাল পতাকা ওড়ানো এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা