দীর্ঘ ২ যুগ পর নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

দীর্ঘ ২ যুগ পর নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

স্থানীয় সময় রোববার বিকাল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন. এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশের পতাকাবাহী এই বিমানে করে প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগদান করা নিয়ে প্রধামন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার তার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, আমাদের জাতীয় পতাকাবাহী বিমান প্রায় দুই যুগেরও বেশি সময় পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এসেছে। বহির্বিশ্বে আবারও আমাদের মাথা উঁচু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

নিউইয়র্কে বিমান বাংলাদেশ ফ্লাইটের আগমন বিশ্বব্যাপী বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যার ভাবমূর্তি ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিমান চলাচল বন্ধ ছিলো। পরে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। বৈশ্বিক মহামারি করোনার জন্য চুক্তির পরেও এই বিমান চলাচল বন্ধ ছিলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন