পদ্মায় ধরা পড়া ১৮ কেজির কাতল ২৫ হাজারে বিক্রি

পদ্মায় ধরা পড়া ১৮ কেজির কাতল ২৫ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি বিক্রি হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নদীর মোহনায় জেলে গুরুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের ছাইক্যা মোল্লার আড়তে আনা হলে মাছটিকে দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিছুটা লাভে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। সেইসঙ্গে বিভিন্ন স্হানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি। তবে আমরা আগামীতে নদীর এ এলাকায় এ ধরনের বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা