নয় গোলের থ্রিলার ম্যাচে ম্যানসিটির জয়

নয় গোলের থ্রিলার ম্যাচে ম্যানসিটির জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৯ গোলের থ্রিলার ম্যাচে তারা ৬-৩ ব্যবধানে হারিয়েছে আরবি লাইপজিগকে। জার্মান বুন্দেসলিগার দলটির হয়ে তিনটি গোলই করেছেন এনকুনকু। এদিকে ম্যানসিটির হয়ে গোল পেয়েছেন নাথান আকে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেয়ালিশ, জোয়াও কানসালো ও গ্যাব্রিয়েল জেসুস। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে, করেছেন লাইপজিগের মুকিয়েলে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেয়িামে ম্যাচের ১৬ মিনিটেই রক্ষণভাগের খেলোয়াড় নাথান আকের গোলে লিড নেয় সিটি। ২৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় কেভিন ডি ব্রুইনের ক্রস হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাইপজিগের রক্ষণভাগের খেলোয়াড় নর্ডি মুকিয়েলে।

জার্মানির ক্লাবটি ৪২ মিনিটে ম্যাচে ফেরে। এ সময় হেডে গোল করেন এনকুনকু। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরেই (৫১ মি.) নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকুনকু। এদিকে ম্যাচের ৫৬ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় সিটি। এসময় গোল করেন ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে যোগ দেওয়া জ্যাক গ্রেয়ালিশ। স্কাই ব্লুজদের হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচের পেয়ে যান গোলের দেখা।

৭৩ মিনিটে লাইপজিগের এনকুনকু তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে ব্যবধান হয় ৪-৩। এরপর ৭৫ মিনিটে জোয়াও কানসালো ও ৮৫ মিনিটে জেসুস গোল পেলে ৬-৩ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এ জয়ে ১ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে সিটি। সমান ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পিএসজি আছে দ্বিতীয় স্থানে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়