টিকা পেতে ঢাকা মেডিকেলে প্রবাসীদের বিক্ষোভ

টিকা পেতে ঢাকা মেডিকেলে প্রবাসীদের বিক্ষোভ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা না নিতে পেরে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের বহির্বিভাগে টিকা কেন্দ্রের সামনে প্রবাসীরা বিক্ষোভ করেন।

সেসময় হাসপাতালের অন‌্যান‌্য রোগীদের সমস‌্যা হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবাসীদের সেখান থেকে সরিয়ে দেন। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়েও বিক্ষোভ করেন।

এবিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমে বলেন, ‘আমরা কোনো প্রবাসীকেই আজকে প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য এসএমএস দেইনি। আজ যারা এসেছেন, তাদের পূর্বের অন্য তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তারা বিভিন্ন কারণে আসতে পারেনি। এখন তারা এসে টিকা নিতে চাচ্ছেন। কিন্তু আমরা দিতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্ম আছে। আমরা তাদেরকে সিনোফার্ম টিকা নিতে অফার করেছি। যারা থাইল্যান্ড এবং ওমান প্রবাসী- তারা সিনোফার্মের টিকা নিতে পারবেন। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না- তাদেরকে আমরা খোঁজ রাখতে বলেছি। সরকার এগুলো যখন চালু করবে, তখন তারা এলে আমরা টিকা দিতে পারব।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২১ বাংলাদেশি নাগরিককে সম্মাননা দিল ব্রুনাই হাইক‌মিশন
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন আটক
বাংলাদেশিদের ভিসা আবেদনে সময় বাড়ালো কানাডা
৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
ত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন নিহত দুই প্রবাসীর পরিবার
লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশী গাড়িচালক
চীনে মহান বিজয় দিবস উদযাপন
বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিলো মালদ্বীপ
মালয়েশিয়ায় একদিনে ৩ হাজার পাসপোর্ট বিতরণ