করোনাভাইরাস আতঙ্কে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট

করোনাভাইরাস আতঙ্কে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট
বাতিল হয়ে গেলো ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সিরিজের শেষ ম্যাচ হবে কি না সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই। ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুক্রবার টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু শুক্রবার সেই টেস্ট বাতিল হয়ে গেল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ক্রিক ইনফো জানায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় শিবিরে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করা হয়েছে। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার ভারতের জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রন্ত চিহ্নিত হন। ফলে অনিশ্চয়তা দেখা দেয় ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে। ওইদিন রাতে ভারতীয় ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় সিরিজের শেষ ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কেটে যায়। তবে আরটি–পিসিআর টেস্টে কোভিড পজিটিভ আসে যোগেশ পারমারের। এরপর থেকেই দফায় দফায় বৈঠক হয় দুই বোর্ডের কর্তাদের মধ্যে। শেষ পর্যন্ত টেস্টটি বাতিলই হয়ে গেলো।

২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে ভারত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়