ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়া আরও সহজ হলো

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়া আরও সহজ হলো
ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজে স্বল্পসুদে বিশেষ প্রণোদনার আওতায় ঋণ নিতে নীতিমালা আরও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রণোদনা প্যাকেজের আওতায় বরাদ্দকৃত মোট লক্ষ্যমাত্রার ন্যূনতম ৭০ শতাংশ সিএমএসএমই খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ মাঝারি শিল্পখাতে প্রদান করা যাবে। সিএমএসএমই খাতে প্রদত্ত ন্যূনতম ৭০ শতাংশের মধ্যে উৎপাদন ও সেবা উপখাতে ন্যূনতম ৬৫ শতাংশ এবং ট্রেডিং (ব্যবসা) উপখাতে সর্বোচ্চ ৩৫ শতাংশ।

আর মাঝারি শিল্পখাতে প্রদত্ত সর্বোচ্চ ৩০ শতাংশ উৎপাদন ও সেবা উপখাত থেকে অর্জন করতে হবে। এ প্যাকেজের আওতায় মোট ঋণের ন্যূনতম ৮ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে। যার মেয়াদ হবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

সিএমএসএমই খাতে প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ বাস্তবায়নে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।

এ ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। সুদের সর্বোচ্চ ৪ শতাংশ ঋণগ্রহীতা পরিশোধ করবে। আর বাকি ৫ শতাংশ ভর্তুকি দেবে সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা