পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারী দের ফেরার নির্দেশ তালেবানের

পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারী দের ফেরার নির্দেশ তালেবানের
পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছন আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। সাবেক সরকারের অনেক কর্মকর্তা-কর্মচারী তালেবানের ভয়ে হয় দেশ ছেড়েছে নতু্বা দেশের ভেতরেই পলাতক অবস্থায় রয়েছে। ২০ বছর পর ক্ষমতায় ফিরে গত মঙ্গলবার সরকার গঠন করে গোষ্ঠীটি। এর পরপরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হলো।

প্রধানমন্ত্রী হাসান আখুন্দ বলেছেন, তালেবান তাদের ‘নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেবে।’

তিনি জানান, কূটনীতিক, দূতাবাস ও ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দেবে অন্তর্বর্তী সরকার। তালেবান অঞ্চল ও অঞ্চলের বাইরের দেশগুলোর শক্তিশালী সম্পর্ক ও ইতিবাচক মনোভাব তৈরি করতে চায়।

তালেবানের এই সহ-প্রতিষ্ঠাতা বলেন, ‘আফগানিস্তানের ইতিহাসে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা প্রচুর অর্থনৈতিক ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছি। আফগানিস্তানে মানুষদের জন্য রক্তপাত, হত্যা ও অবমাননার পর্যায় শেষ হয়েছে এবং আমরা এর জন্য মূল্য দিয়েছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া