নারীদের ক্রিকেটসহ সব খেলা নিষিদ্ধ করছে আফগানিস্তান

নারীদের ক্রিকেটসহ সব খেলা নিষিদ্ধ করছে আফগানিস্তান
জাতীয় ক্রিকেট দলসহ আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। তালেবানের নেতৃত্বাধীন সরকারের অধীনে নারীরা কোনো খেলায় অংশ নিতে পারবেন না। কট্টরপন্থি ইসলামি সংগঠনটির এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

অস্ট্রেলিয়ান সম্প্রচারমাধ্যম এসবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানে তালেবানের নতুন সরকারের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেছেন, ‘নারীদের জন্য খেলাকে উপযুক্ত বা প্রয়োজনীয় বলে মনে করা হয় না।’

তিনি বলেন, ‘আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া হবে। কারণ তাদের ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নেই। ক্রিকেটে নারীরা মুখ ও শরীর ঢেকে রাখতে পারেন না। ইসলামে নারীদের এভাবে নিজেকে তুলে ধরার কোনো অনুমতি নেই।’

আহমাদুল্লাহ ওয়াসিক আরও বলেন, ‘গণমাধ্যমের এই যুগে তাদের ছবি ও ভিডিও প্রকাশিত হবে এবং মানুষ সেগুলো দেখবে। ইসলাম ও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানে ক্রিকেটসহ বেপর্দা হয়ে খেলতে হয় নারীদের এমন খেলার অনুমতি নেই।’

তালেবানদের ভয়ে ইতোমধ্যে আত্মগোপনে চলে গেছেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা। তালেবানরাও নারী ক্রিকেটারদের খুঁজতে শুরু করেছে। আফগান নারী ক্রিকেটের দিগন্তরেখায় যে আশার আলো দেখা গিয়েছিল তা বোধহয় নিভে যাচ্ছে।

অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি সত্ত্বেও অনুগত তালেবান নেতাদের নিয়ে বুধবার আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এসেছে। রাষ্ট্রপ্রধানসহ সব প্রধান পদে অধিষ্ঠিত হয়েছেন কট্টরপন্থীরা এবং সরকারে কোনো নারী নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে