এবার যশোর লকডাউন

এবার যশোর লকডাউন
এবার যশোর জেলাতেও প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশের অন্য জেলা থেকে যশোরে প্রবেশের ক্ষেত্রে এ বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। ফলে বাইরে থেকে লোকজনকে যশোরে ঢুকতে দেয়া হবে না।

একই সঙ্গে যশোর জেলা থেকে আরেক জেলায় যাওয়া-আসাও করা যাবে না। তবে জরুরি কাজে যশোরে প্রবেশ করলে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কন্ট্রোল রুমে ফোন করে জানাতে হবে।

(৮ এপ্রিল) বুধবার মধ্যরাতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যশোরবাসীর প্রতি এ ঘোষণা দেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ তার ফেসবুকে লিখেছেন, অন্য জেলার বাহির থেকে লোকজনকে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে হবে। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন।

কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেউ অন্য জেলা থেকে এসে তথ্য গোপন করে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ সময় তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা তথ্য যাচাই করে ইউএনও/কন্ট্রোল রুমে ফোন করবেন। জেলা কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০১৩১৮-২৫২৯২৫, ০১৩১৮-২৫২৯৫০, ০৪২১-৭১০০০, ০৪২১-৭১০০১।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা