তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ মহাকাশ ভ্রমণ

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ মহাকাশ ভ্রমণ
চলতি বছরের জুলাইয়ে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণের ইতিহাস গড়ে ভার্জিন গ্যালাক্টিক। সেই সময় সংস্থাটির প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনসহ পাঁচ ক্রু মহাকাশে গিয়েছিলেন।

তবে ওই সময়ে ঘটা কিছু দুর্ঘটনা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভার্জিন গ্যালাক্টিক আর কাউকে মহাকাশে নিয়ে যেতে পারবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিন গ্যালাক্টিক কয়েক সপ্তাহের মধ্যে তিনজন ইতালীয় গবেষককে মহাকাশে নিয়ে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করার পরই এ নিষেধাজ্ঞা দিয়েছে এফএএ।

এফএএ জানিয়েছে, ব্র্যানসনসহ ভার্জিন গ্যালাক্টিকের পাঁচ ক্রু বহনকারী রকেটটি ১১ জুলাই নিউ ম্যাক্সিকো মরুভূমিতে অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়েছিল।

এ বিচ্যুতির কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল ক্লিয়ারেন্স এলাকার বাইরে চলে গিয়েছিল বাহনটি।

এফএএ তত্ত্বাবধান করছে, বাণিজ্যিক লঞ্চ ও অবতরণের সময় বাহনটি জনসাধারণের জন্য পুরোপুরি সুরক্ষিত কিনা। যদিও ক্রুর নিরাপত্তার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাটির এখতিয়ারের বাইরে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন