১০০ টাকা লিটারে তেল বিক্রি শুরু করলো টিসিবি

১০০ টাকা লিটারে তেল বিক্রি শুরু করলো টিসিবি
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হচ্ছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি জানিয়েছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা ও ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ডাল। এখন বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা লিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯৫-৭০০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এক মাস আগেও এ ডাল বিক্রি হতো প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়