এনআরবি গ্লোবাল লাইফের ফরিদপুর সার্ভিস পয়েন্ট উদ্বোধন

এনআরবি গ্লোবাল লাইফের ফরিদপুর সার্ভিস পয়েন্ট উদ্বোধন
ফরিদপুর শহরের গোয়ালচামটে সার্ভিস পয়েন্ট উদ্বোধন করেছে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

সোমবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির পরিচালক ও ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

উদ্বোধন শেষে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানির পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, এনআরবি গ্লোবাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

এছাড়াও কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম সেলিম, কোতওয়ালি থানার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা এতে বক্তব্য রাখেন।

ড. যশোদা বলেন, আমাদের বেঁচে থাকার প্রয়োজনে ইন্স্যুরেন্স করা অত্যন্ত জরুরি। এ জন্যই উন্নত বিশ্বে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। এ ছাড়াও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। ইন্স্যুরেন্স ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর তাই শুধুমাত্র নিজের প্রয়োজনে নয়, নিজের সন্তান-সন্ততি ও ভবিষ্যতের প্রয়োজনে বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মুনিরুল আলম বর্তমান প্রেক্ষাপটে বীমার গুরুত্বসহ ডিজিটাল কাস্টমার কেয়ার ও মার্কেটিংয়ের উপর গুরুত্ব আরোপ করেন। কোম্পানির ডিএমডি (উন্নয়ন) ডা. খন্দকার মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লূৎফর রহমান, এসইডি (উন্নয়ন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মিজানুর রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
৩৪ ব্যাংক ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য
কমেছে জীবন বিমার বিনিয়োগ, বেড়েছে সাধারণ বিমার
বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফের সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
বেস্ট সিইও'র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
বিমা খাতের বড় সমস্যা কর্পোরেট গভর্নেন্সের অভাব
দুর্বল বিমা কোম্পানিকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করতে হবে
যাত্রা শুরু করলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স