করোনা রোধে সারাদেশে কাজ করছে সেনা র‌্যাব পুলিশ

করোনা রোধে সারাদেশে কাজ করছে সেনা র‌্যাব পুলিশ
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গতকালও কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করা হচ্ছে। জরুরি প্রয়োজন প্রমাণ করতে না পারলে কাউকে কাউকে বাসায় ফেরতও পাঠিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সারা দেশের চিত্র একই।

সাধারণ ছুটির এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকতে বলা হলেও তা মানছেন না অনেকেই। অবাধে চলাচল করছেন তারা। এ অবস্থায় করোনার প্রদুর্ভাব থেকে নিজেকে রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা। দুস্থদের পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রীও। গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মালিবাগ, মতিঝিল, বাংলামোটর এলাকার প্রধান সড়কগুলোয় ঘন ঘন চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মোটরসাইকেল বা রিকশায় একজনের বেশি যাত্রী দেখলেই তাদের নেমে যেতে বাধ্য করা হচ্ছে। অনেকে এসে পুলিশের কাছে অনুরোধ করলেও তাদের যেতে দেওয়া হয়নি। রাজধানীর বাড্ডা, শান্তিনগর, পল্টন, জুরাইন, যাত্রাবাড়ী, রামপুরা, গুলশান, মিরপুর, সায়েদাবাদ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল লক্ষ্য করা গেছে।

রাজধানীর মতো সারা দেশেই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন উপজেলায় গতকাল বিকাল ৫টার পর ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা কেন্দ্র বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকাল ৫টার আগে থেকেই নগরীর বিভিন্ন স্থানে হ্যান্ডমাইক নিয়ে পুলিশ এবং সেনাসদস্যরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সামাজিক চলাফেরা করার নির্দেশনা দেন। একই সঙ্গে সড়ক ও গলির মোড়ে মোড়ে গিয়ে বিকাল ৫টার মধ্যে দোকানপাট বন্ধ করার আহ্বান জানান। সেনাসদস্যরা নগরীর কাঁচাবাজারগুলোতে গিয়েও একই নির্দেশনা দেন। সন্ধ্যায় কাঁচাবাজারের ভিড় এড়ানোর জন্য প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। সিলেট বিভাগের গ্রামে গ্রামে যাচ্ছেন সেনাসদস্যরা। মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তারা। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেছে ৩৬টি টিম। সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা সিলেট বিভাগের ৪০টি উপজেলায় টহল শুরু করেন। তারা মাইকিং করে অতি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান। করোনাভাইরাস প্রতিরোধে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মানুষকে ঘরে রাখতে গতকাল সকাল থেকে রাজশাহীর রাস্তায় নামে সেনাবাহিনী। তারা লোকজনের চলাচলে নজরদারি করে। লোকজনকে বের হওয়ার কারণ যানতে চান এবং অনেককে ঘরে ফিরে যেতে বলেন। সেনাবাহিনীর এই তৎপরতায় রাজশাহীর রাস্তায় কমেছে মানুষের চলাচল। কিশোরগঞ্জে শুক্রবার রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল কলেজ মোড় এবং পুরান থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির হরিণাচালা এলাকায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গলের ৯ম পদাতিক ডিভিশনের একটি টিম দিনব্যাপী সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং হতদরিদ্র রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ওষুধ বিতরণ করে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে চা দোকানদার ও কাপড় ব্যবসায়ীসহ ১০ জনকে জরিমানা ও দুটি চায়ের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে থানা পুলিশ হামলার শিকার হয়েছে। গতকাল উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে। হামলায় ৮ পুলিশ আহত হয়। আহতদের মধ্যে উপ-পরিদর্শক পীযূষ বৈরাগী, কনস্টেবল জালাল উদ্দিন ও মো. ফরহাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে টাঙ্গাইলে ৪টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। অপ্রয়োজনে শহরে ঘোরাফেরা করা মানুষকে বাড়ির বাইরে আসতে নিষেধ করছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস প্রতিরোধের উপায়, করণীয় নিয়ে জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদানসহ জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে গোপনে মৌমিতা পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে বাসটির চালক আবদুল্লাহ (২৬) ও কাউন্টার মাস্টার পারভেজকে (২৭) আটক করে পুলিশ। এদিকে ঠাকুরগাঁওয়ে বয়স্ক মহিলা ও পুরুষদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে সেনাবাহিনী। নাটোরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জোনাইল হাটে অতি প্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখতে নির্দেশনা দেয় বড়াইগ্রাম থানা পুলিশ। সিলেটের বিশ্বনাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। বিশ্বনাথের সচেতন মহল মনে করে, সরকারি নির্দেশনা অমান্য করে, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে ‘তামাশা’ করা লোকদের আইনের আওতায় নেওয়া উচিত। বরিশালে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানও জনগণকে ঘরে রাখতে পারছে না। সরকারি নির্দেশ মেনে জনগণকে নিজ ঘরে রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে গতকাল সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নগরীতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের দিন-রাত তৎপরতা অব্যাহত রয়েছে। যেন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কোনো মানুষ বের না হয়। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা ও সদস্যরা কঠোর অবস্থানে থেকে জনস্বার্থে এ অভিযান চালাচ্ছেন। যেসব ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক চাঁদপুরে যৌথবাহিনী একযোগে কাজ করছে। গতকাল দুপুরে বাসস্ট্যান্ড, বিপণিবাগ, চিত্রলেখা মোড়, কালিবাড়ী, নতুনবাজার, ওয়ারলেস বাজার ও ষোলঘরসহ শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যানবাহন চলাচল ও অযথা ঘোরাফেরার ওপর বিধিনিষেধ অভিযান পরিচালনা করেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযান চলাকালীন হিলি বাজারে দোকান খোলায় দোকানিসহ নির্দেশনা না মেনে বাড়ির বাইরে অযথা বের হওয়ায় ২৭ জনকে ২৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়