আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে পাকিস্তান

আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে পাকিস্তান
পাকিস্তান আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে। খবর সিনহুয়ার।

আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণে আগত ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ’র দুটি পর্যবেক্ষক গ্রুপকে শুক্রবার স্বাগত জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও কমনওয়েলথ পর্যবেক্ষক গ্রুপের প্রধান আব্দুলসালামি আবু বকর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাত করেন এবং দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

পাকিস্তানে ২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক গ্রুপের ২৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবু বকর।

পাকিস্তানে ২০০২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনেও বিভিন্ন পর্যবেক্ষক গ্রুপ নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আবু বকর বলেছেন যে তিনি একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছেন। এ সময় তিনি সাধারণ নির্বাচনের দেশটির প্রস্তুতি বিষয়ে তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানানো পাকিস্তানের একটি ঐতিহ্য। -বাসস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া