ফ্লাইট বাতিলে লোকসানের মুখে স্পিরিট এয়ারলাইনস

ফ্লাইট বাতিলে লোকসানের মুখে স্পিরিট এয়ারলাইনস
ফ্লাইট বাতিলে লোকসানের মুখে স্পিরিট এয়ারলাইনস। চলতি গ্রীষ্মে টানা ১১ দিন ২ হাজার ৮০০-এরবেশি ফ্লাইট বাতিল করে বড় ধরনের লোকসানেরমুখে পড়তে যাচ্ছে স্পিরিট এয়ারলাইনস। একারণে সংস্থাটি প্রায় ৫ কোটি ডলার রাজস্বহারিয়েছে এবং তাদের সার্বিক ব্যয়ও বেড়েছে।খবর এপি।

উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানায়, জুলাইয়েরশেষ দিকে প্রতিষ্ঠানটির সেবায় অবনমন শুরু হতেথাকে।

সেই সঙ্গে কভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধিপাওয়ায় শেষ মুহূর্তে অনেকেই তাদের ফ্লাইট বাতিল করে দিচ্ছেন এবং বুকিংয়ের সংখ্যাও কমে গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, প্রান্তিকের বাকি সময়ের জন্য প্রতিষ্ঠানটি ‘ট্যাকটিকাল শিডিউল রিডাকশন’ পরিকল্পনার আওতায়তারা ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেবে। আগামী ৩০ সেপ্টেম্বর এটি শেষ হবে।

বাতিল ফ্লাইটের পাশাপাশি আগামী ছয় সপ্তাহের জন্য যে পরিমাণ ফ্লাইট রয়েছে, সেগুলোর হিসাবে তৃতীয় প্রান্তিকে(জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির আয় ৮৮ কোটি ৫০ লাখ থেকে ৯৫ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে থাকবে।প্রতিষ্ঠানটির এ আয় ২০১৯ সালের প্রাক-কভিড স্তরের তুলনায় ৪ শতাংশ থেকে ১১ শতাংশ কম থাকবে।

অন্যদিকে স্পিরিটের ফ্লাইট বাতিলের সংখ্যা স্বাভাবিক মাত্রায় ফিরে এসেছে। তবে এয়ারলাইনস প্রতিষ্ঠানটি জানায়, এসংকটাবস্থা থেকে উত্তরণে বিপুল ব্যয় হয়েছে।

স্পিরিট এয়ারলাইনস জানায়, অন্যান্য এয়ারলাইনসের যেসব যাত্রী আটকা পড়েছিলেন তাদের হোটেল খরচসহযাবতীয় ব্যয়ভার প্রতিষ্ঠানটিকে বহন করতে হয়েছে। সেই সঙ্গে ওভারটাইমসহ অতিরিক্ত শ্রম ব্যয়ও বহন করতেহয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন