টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

খালেদা জিয়ার টিকা নেওয়া খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। হাসপাতালে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করলে নেতাকর্মীরা তা ঘিরে রাখেন। এ কারণে গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে রেখেই শরীরে টিকা পুশ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার উদ্দেশে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। বিকেল ৪টার দিকে সেটি হাসপাতালের সামনে পৌঁছায়।

খালেদা জিয়ার টিকা নেওয়া সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

এর আগে গত ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি আমেরিকার তৈরি মডার্নার টিকা নেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নির্বাচনী প্রচারে টেলিগ্রাম চ্যানেল খুললো আ. লীগ
নির্বাচন থেকে সরে গেলেন জাপার তিন প্রার্থী
নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ: কাদের
মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
আ.লীগের আমলে বেড়েছে মাথাপিছু আয়
পল্টনের খাদে পড়ে গেছে বিএনপির এক দফা: কাদের
বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই: শেখ হাসিনা
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
বছরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে আ.লীগ: কাদের
বিকেলে ৬ জেলার জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা